বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সাংবাদিক মুজিবর রহমান চৌধুরী আর নেই

যাযাদি ডেস্ক
  ২২ আগস্ট ২০২৪, ১৮:৪৪
ছবি : যায়যায়দিন

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা’র সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর মুজিবুর রহমান চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অনুমানিক ভোর চারটায় রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নাটোর জেলায় বরাইগ্রামে জন্মগ্রহণ করেন মুজিবুর রহমান চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান, অসংখ্য আত্ময়ী স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুজিবুর রহমান চৌধুরীর এই অকাল মৃত্যুতে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মুজিবুর রহমান চৌধুরীর প্রথম নামাজে জানাজা দুপুরে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর মানিকনগর পুকুর পাড় জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মুগদা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে