বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

যাযাদি ডেস্ক
  ১৯ মার্চ ২০২৫, ১৯:০৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

গত ১৭ মার্চ সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকায় অপচিকিৎসা থেকে মুক্তি পেতে হবে শিরোনামে সংবাদ প্রকাশিত হয় । তা মিথ্যা এবং বানোয়াট, শাহজালাল কবিরাজ বলেন, আমি স্বপ্নে পেয়ে মানুষকে সেবা করার জন্য কাজ করে আসছি । আমি কাজের জন্য কোন মানুষের নিকট থেকে প্রতারণা করে টাকা নিচ্ছি না । কোউ আমার চিকিৎসায় উপকার পেলে যে যার ইচ্ছে তাই দেয় । এখানে মানুষকে হয়রানি বা প্রতারণা করা হয় না । আমার দ্বারা কোন মানুষের সংসার ভাঙন বা কোন মহিলার গায়ে হাত দিয়ে চিকিৎসা করানো হয় না । এখানে সম্পূর্ন কোরআন হাদিস অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় । কোন ধরনের কুফরি কালাম বা মানুষকে হ্মতির জন্য কোন কাজ করানো হয় না । মানুষ আমার এখানো সুচিকিৎসা পায় বলে আমার এখানে মানুষ আসে ।

কোন জ্বিন, পরী তাঁরানোর জন্য টাকা নেওয়া হয়না, যে যাই দেয়, এখানে টাকার কোন ধার্য্য নেই, মনে চাইলে দেয়, মনে না চাইলে না দেয় । আমি এখানে গাছগাছালি দিয়ে কবিরাজি চিকিৎসা সেবা দিয়ে থাকি ।

আমার দির্ঘ দিনের সুনাম নষ্ট করার জন্য স্থানীয় একটি সুবিধাবাদী মহল বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে । আমার বিরুদ্বে এসব ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে