শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসির ডাকে সাড়া দেননি তারা

যাযাদি ডেস্ক
  ১৯ জুন ২০২২, ২১:২৯

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরীক্ষা-নিরীক্ষা এবং এটা নিয়ে মতামত জানতে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন রোববার (১৯ জুন) প্রথম দিনের বৈঠকে আমন্ত্রণ পাওয়া ১৩ দলের মধ্যে ১০টি দলের প্রতিনিধি অংশ নেন তবে গত নির্বাচনে বিএনপি জোটের সঙ্গে থাকা তিনটি দল এই বৈঠকে অংশ নেয়নি বলে জানা গেছে

ইসির ডাকে সাড়া দেয়নি . কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

ধারাবাহিক বৈঠকের প্রথম দিনে নির্বাচন ভবনে সংলাপে জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম বাংলাদেশ কংগ্রেসের প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত দিয়েছেন

এদের মধ্যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের মানুষ এখনও ইভিএমে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয় তাই জাতীয় পার্টিও ইভিএমের পক্ষে নয়

ইসির আমন্ত্রণ পেয়েও অংশ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী গণমাধ্যকে জানান, ‘আমরা একটা চিঠি পেয়েছি, কিন্তু মনে হয়েছে এটি নির্বাচন কমিশনের নয়, এটি সচিবের চিঠি কারণ চিঠির ভাষাও মার্জিত ছিল না আর নতুন কমিশনের সঙ্গে আমাদের পরিচয়ও হয়নি তার আগে সে মেশিন দেখানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে এটা তো ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো অবস্থা তাই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি ইসির আমন্ত্রণে অংশ না নেওয়ার

এর আগে হুদা কমিশনের আমন্ত্রণে ইভিএম দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে এই প্রবীণ রাজনীতিবিদ জানান, ‘তখন আমাদের দলের সাধারণ সম্পাদক ইসির সামনেই একা -৬টি ভোট দিয়েছেন সেই মেশিন নিয়ে আর কী মতামত দেবো

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে