ভৈরবে ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ভৈরব টু সিলেট রোড মার্চ উদ্বোধন করা হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর সাড়ে সকাল ৯টায় অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে রোড মার্চ শুরু হয়েছে।
ভৈরব কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোড মার্চ উদ্বোধনী করেন কেন্দ্রিয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল এ্যাড. ফজলুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক এ্যাড. ওয়ারেস আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়না বেগম ও মজিবুর রহমান ইকবাল প্রমুখ।এ ছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মূহুর্তে দরকার তত্বাবধায়ক সরকার, জনগনে দাবী এক শেখ হাসিনার পদত্যাগ,একদথা এক দাবী শেখ হাসিনা এখন যাবি। আজ বৃহস্পতিবার সকালে ভৈরবের কমলপুর বাসস্টেন্ড এলাক থেকে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল আয়োজিত তারুণ্যের রোডমার্চ উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, এখন দরকার সুষ্টু অবাদ নির্বাচন।যার যারভোট সে সে দিবে।সকালের ভোট রাতে হবে না। সেখানে বিচারবিভাগের স্বাধীনতা থাকবে।খোনে মানুয়ের ভোটধিকার থাকবে। আমারা উন্নয়নের বিপক্ষেকেনা । উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোটপাট,বিদেশে টাকা পাচার হয়েছে।
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসায়ী পরিবেশ পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোক ধ্বংস করছে। মহীয়সী নারী, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারান্তরিন করে রেখেছে। তিনি অত্যন্ত অসুস্থ। তাকে মুক্তি দিতে হবে। বাংলাদেশের মানুষ আজ অসহায় হয়ে গেছে দ্রব্যমূল্য নিয়ে। চালের দাম, তেলের দাম, আলুর দাম, বিদ্যুতের দাম হু হু করে বেড়েছে। আজকে ব্যাংকগুলোতে টাকা চুরি করে আওয়ামী লীগের লোকেরা পাচার করছে বিদেশে। রিজার্ভ কমে গেছে। সরকারদলীয় লোকের দুর্নীতির কারণে আজ রিজার্ভ কমছে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না।
‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। কেননা, এই সরকার প্রতারক, তারা জনগণের সঙ্গে বারবার প্রতারণা করছে। তারা বিগত সময়ের মতো এবারও একটা যেমন-তেমন নির্বাচন করতে চায়। কিন্তু এবার সেই সুযোগ হবে না। এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। মানুষ জেগেছে, মানুষ এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরতে চায়।’
কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি শরীফুল আলম বলেন,যে ভাবে দ্রব্যমূল্য বেড়েছে তাতে জনগনের কষ্ট হচ্ছে। এ সরকারের আমলে জগনের ভাতের অধিকার নেয়, ভোটের অধিার নেই। আছে লোট পাট।
জনসভা শেষে সিলেটের উদ্দেশ্যে রোড মার্চে ভৈরব থেকে শুরু হয়।
যাযাদি/এস