বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ।
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নৌকার মনোনয়ন পেতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৯ নভেম্বর) সকালে স্বেচ্ছায় পদত্যাগ করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।এরপর পদত্যাগ পত্র গ্রহণ করে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড.মাসুরা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে পদটি শূণ্য ঘোষণা করা হয়।
চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ জানান,দিরাই-শাল্লাবাসী আমাকে ভালোবেসে,তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন।এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার পাশে থাকা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসা এবং আমার এলাকার রাজনৈতিক মুরুব্বীদের দোয়া নিয়ে আমি এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তিনি বলেন,আমার বাবা শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।আওয়ামীলীগ আমাদের রক্তের সাথে মিশে আছে।মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দিলে হাওর জনপদ দিরাই-শাল্লা স্মার্ট জনপদে রুপান্তরিত করবো।
যাযাদি/ এস