আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, বিএনপি এ নির্বাচনকে বানচাল অকার্যকর করার জন্য এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বিদেশিদের কাছে ধর্না দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। কিন্তু আমরা তা হতে দেব না। তাদের চক্রান্ত ষড়যন্ত্রকে আমরা কঠোর হাতে প্রতিহত করবো।
আজ বুধবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডে গণসংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শাজাহান খান আরো বলেন, আমরা প্রতি ঘরে ঘরে গিয়ে ভোট চাইবো এবং প্রত্যেক মা, ভাই বোনদের নিয়ে ভোট কেন্দ্রে যাব। আমরা দেখিয়ে দেব বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নৌকায় কত ভোট দেয়।
মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে শাজাহান খান পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রাজৈর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আ.ফ.ম ফুয়াদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ সাগর আহম্মেদ উজির, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন, পৌর যুবলীগ নেতা শাহীন খান প্রমুখ।
যাযাদি/ এসএম