সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

অবরোধের সমর্থনে ডা. বাবু ও নিপুণের নেতৃত্বে বিক্ষোভ-মিছিল

যাযাদি ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:২৮
আপডেট  : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯
অবরোধের সমর্থনে ডা. বাবু ও নিপুণের নেতৃত্বে বিক্ষোভ-মিছিল

সরকার পতনের দাবিতে অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীর পরিবাগ এলাকায় বিএনপির পরিবার ও কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে ৪৮ ঘন্টা অবরোধের শুরুতে এই মিছিল হয়। মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ প্রিয়প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।

এতে আরও অংশ নেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন,

স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সভাপতি সোহেল রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল যুবদলের এডভোকেট শাহিন রহমান, আরমান হোসেন, সেলিম মোল্লা, ছাত্রদল নেতা শাহরুখসহ শতাধিক নেতাকর্মী।

এ সময় নিপুণ রায় চৌধুরী বলেন, দাবি আদায় না হওয়া বিএনপির আন্দোলন চলবে। চারদিক থেকে যেভাবে সরকারের বিরুদ্ধে লাল নোটিশ আসছে, জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিজয়ের মাসেই সরকারের পতন ঘটবে। দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে