মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

কুমিল্লা-৭:  চান্দিনায় নৌকার প্রচারণার অটোরিকশায় আগুন

স্টাফ রিপোর্টার কুমিল্লা/চান্দিনা প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ১২:২৪
কুমিল্লা-৭:  চান্দিনায় নৌকার প্রচারণার অটোরিকশায় আগুন

কুমিল্লার চান্দিনায় নৌকার নির্বাচনী প্রচারণার মাইকিংকালে সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে একজন অগ্নিদগ্ধ হয়। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন নৌকা সমর্থকরা।

বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টায় পৌরসভার ৭নং ওয়ার্ড ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশার অধিকাংশ অংশ মাইকসহ সরঞ্জাম পুড়ে যায়।

আহত হয় চান্দিনার বরকইট ইউনিয়নের কিছমত শ্রীমন্তপুর গ্রামের মৃত মান্তু মিয়ার ছেলে সিএনজিচালক শাহপরান (৩৬), শ্রীমন্তপুর গ্রামের বিল্লাল হোসেন (২২)। তাদের মধ্যে অগ্নিদগ্ধ শাহপরানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহত শাহপরান জানান, আমরা সিএনজি অটোরিকশাযোগে নৌকার প্রচারণার মাইকিং করাকালে রাত পৌনে ৮টায় শ্রীমন্তপুর থেকে চান্দিনায় ফেরার পথে সিএনজি অটোরিকশাটি ছায়কোট প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করার পর ঈগল প্রতীকের স্লোগান দিয়ে ১৫-২০ জন লোক আমাদের পথরোধ করে।

এ সময় নৌকার মাইকিং করা বিল্লাল হোসেনকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে আমাকে সিএনজি অটোরিকশায় রেখে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শী আলী আশরাফ জানান, চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে এসে দেখি ঈগল প্রতীকের লোকজন দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। পরে আমরা সবার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনি। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে