শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

আনোয়ারায় ভোটগ্রহণ চলছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪১
আনোয়ারায় ভোটগ্রহণ চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে ভোটগ্রহণ শুরু চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮ শ৬৪টি। ভোটকেন্দ্র ১ শ ১৮ টি ও ভোট কক্ষ ৮ শ ৩৩ টি।

সরেজমিনে বৈরাগ গুয়াপঞ্চক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে দেখা যায়, নির্দিষ্ট সময়ের আগে ভোটাররা কেন্দ্রে এসে লাইন ধরে দাড়িয়ে আছে, পুরুষের পাশাপাশি মহিলা ভোটারের উপস্থিতিও রয়েছে। ৮ টা বাজার সাথে সাথে শুরু হয় ভোটগ্রহণ। হাইলধর ইউনিয়নে দক্ষিণ ইছাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রে ভোটার উপস্থিতি ব্যাপক।

শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে।

চট্টগ্রাম ১৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সাত জন। তাঁদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের বর্তমান ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা) জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী টিপু (লাঙ্গল), তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সাদাদ ( সোনালী আঁশ), ইসলামী ফ্রন্টের মাস্টার আবুল হোসেন (মোমবাতি), ইসলামীক ফ্রন্টের স. ম হামেদ হোসাইন (চেয়ার) সুপ্রিম পার্টির (একতারা) ও ইসলামী আন্দোলনের মওলানা আবদুর রশিদ (বটগাছ)। তবে এ আসনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই।

ভোটার মো. ইলিয়াস বলেন, ব্যবসায়ীক কাজ থাকায় সকাল সকাল ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে ভাল লাগছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে