বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করলেন মঈন খান

যাযাদি ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৬
পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করলেন মঈন খান
পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করলেন মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এ সাক্ষাতের বিষয়ে কোনো পক্ষ থেকে বিস্তারিত কিছু জানাইনি।

আজ সোমবার বিকেল ৫টার দিকে মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।

সেখানে লেখা হয়, ‘বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ তারা সাক্ষাৎ করেছেন এ তথ্য সঠিক। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমি জানি না।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে