সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে

যাযাদি ডেস্ক
  ১০ মে ২০২৪, ০৯:২৮
আপডেট  : ১০ মে ২০২৪, ১০:০২
-ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে আজ শুক্রবার সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি। এজন্য প্রস্তুুতিও নেওয়া হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।

এ ব্যাপারে পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত যুগ্ম কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম বলেন, নয়াপল্টনের সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। এ ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ।

এর আগে গত ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তীব্র তাপদাহের কারণে তখন সমাবেশ স্থগিত করা হয়।

গত বুধবার স্থায়ী কমিটির বৈঠকে নয়াপল্টনে বিএনপির আজকের সমাবেশ নিয়ে আলোচনা হয়। সমাবেশে শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে নির্দেশনা দেয় হাইকমান্ড।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে