চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট উপজেলার মান্নুমোড়ে বাংলাদেশ জামাতে ইসলামি এর সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপ অধ্যাপক আবু বক্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা জামাতে আমীর মাওলানা শামসুজ্জামান আলকাস, সাবেক ভোলাহাট উপজেলা আমীর মাওলানা মোঃ আলাউদ্দিন ক্বারি, নায়েবে আমীর ও ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ লোকমান আলী, জামবাড়িয়া ইউনিয়ন জামাত এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলমসহ আরও অনেকে।
সমাবেশে বক্তব্য প্রধান কালে বক্তারা বলেন, গণমানুষের কল্যাণ, বিপদাপন্ন ও দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবই জামায়াতে ইসলামীর রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা।
বক্তারা আরো বলেন, ৫০ বছর এর অধিক সময় ধরে জামায়াতে ইসলামী নির্যাতিত নিপীড়িত ও জুলুমের শিকার হয়ে আসছে তারপরও জামাতে ইসলাম কোন প্রকার প্রতিশোধ মূলক আচার-আচরণ করেনি। বরং বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার এবং মতাদর্শের মানুষকে হেফাজত করার জন্য কাজ করেই চলেছে। আগামীতেও জামায়াতে ইসলামি আপনাদের সেবা করতে সর্বদা প্রস্তুত। সমাবেশ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।
যাযাদি/ এস