বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মো. মজিবুর রহমান বলেছেন, গত ১৬টি বছর স্বাধীন বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। এদেশে অন্যায় অত্যাচার আর বেভিচার ছিল দেশ পরিচালনাকারীদের নেশা। ইসলাম সুদকে হারাম করেছে। আর সুদের কারণেই ছিল যত অশান্তি।
দ্রব্য মূল্যের উচ্চগতি, ব্যবসায়ীক ক্ষতি, রাজনৈতিক, সামাজিক ও সর্বকিছুতেই অস্থিরতা বিরাজ করছে। এর একমাত্র কারণ সুদ ও সুদের কারবার। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। এদেশে এই পর্যন্ত যত সরকার এসেছে, সব সরকারই সুদী। তার আগামীতে আমরা কোন সুদী সরকার দেখতে চাই না। আল্লাহ আইন বাস্তবায়ন ও সুদ, বেহায়াপনা, অশ্লীলতা, নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। গত ৫৩ বছরে যেখানে একটি সমৃদ্ধ ও সুখি রাষ্ট্র হওয়ার কথা ছিল, সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্বৈরশাসন, লাঠির শাসন এবং সর্বশেষ ফ্যাসিবাদী কায়েম করা হয়েছে। এর থেকে মুক্তির একমাত্র পথ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা। যা একমাত্র জামায়েত ইসলামীর পক্ষেই সম্ভব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মুসলিমরা ছাড়াও সকল ধর্ম বর্ণ দল নির্বিশেষে সকলেই ভাল থাকবে এবং সুখে থাকবে।
শনিবার(২৮ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, ১৯৮৬ সালে সংসদে আমাদের জামায়াতে ইসলামী থেকে ১০ জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করেছিল। সেই সময়ে সংসদে গিয়ে দেখি, সংসদ চলকালিন সময়ে নামাজের কোন বিরতি নেই, আরো অনেক অসংগতি। বর্তমানেও অনেক সংগতি রয়েছে। তাই সংবিধানসহ সকল কাজেই সংস্কার প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী দাবি আগে সংস্কার, পরে নির্বাচন। তবে সংস্কারের নামে যেন, বর্তমান গদিনশিনরা আবার ক্ষমতার স্বাদ পেয়ে তাকে দীর্ঘায়িত না করে। তা হতে দেয়া যাবে না। আমাদের চাঁদপুর-৪ ফরিদগঞ্জ সংসদীয় আসন থেকে প্রতিটি আসনে জামায়েত ইসলামী আদর্শকে তুলে ধরে ঘরে ঘরে প্রচারণা চালাতে হবে। কারণ জনগণের সামনে জামায়াতে ইসলামী ছাড়া আর কোন বিকল্প নেই।
উপজেলা সদরের তিনটি স্থানে যথা বিআরডিবি মাঠ, মজিদিয়া কামিল মাদ্রাসা ও পৌরসভা মাঠে একযোগে আয়েজিত সমাবেশে উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাও. মো: ইউনুছ হেলাল এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী সাখাওয়াত হোসাইন ও পৌর সেক্রেটারী ইমরান হোসাইন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়েত ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক কেন্দ্রীয় শুরার সদস্য ও সাবেক জেলা আমীর আবুল হাছনাত আহমদ উল্লাহ মিয়া, জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী অ্যাড, শাহজাহান মিয়া, জেলা শূরা সদস্য ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও. আব্দুল মান্নান খান ।
এছাড়া ঢাকা মহানগরির সাবেক মূরা সদস্য মাও. এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা শ্যমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মো. শাহ আলম, চাঁদপুর শহর শাখার আমীর অ্যাড, শাহজাহান খান, হাজীগঞ্জ পৌর শাখার আমীর আবুল হাসানাত, ফরিদগঞ্জ পৌর জামায়েত ইসলামীর আমীর মাও. মো. মিজানুর রহমান, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
যাযাদি/ এআর