গত ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে ইসলামিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়তে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
জানা গেছে, মঙ্গলবার সম্মেলনের আগে বেলা ১১টায় চরমোনাইয় মাদরাসা পরিদর্শন করেন জামায়াত আমির। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি সেখানে দুপুরের খাবার ও জোহরের নামাজ আদায় করেন।
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট বা মোর্চা গঠনের উদ্যোগের বিষয়ে ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা জামায়াতে ইসলামীর আরও অনেক আগে থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করছি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বরিশালের কর্মী সম্মেলন পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে কথা জানিয়েছেন নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যাযাদি/ এস