মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত

বিজিবির এক সপ্তাহের অভিযানে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  ১২ মে ২০২৫, ১৭:৫৫
বিজিবির এক সপ্তাহের অভিযানে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিব'র হাতে জব্দ হওয়া ভারতীয় পণ্য: ছবি যায়যায়দিন

কুমিল্লা সেক্টরের আওতাধীন বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের গত এক সপ্তাহের অভিযানে চার কোটিরও বেশি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ব্যাটালিয়নটির নিয়ন্ত্রণে থাকা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এ সব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ মে থেকে ১০ মে পর্যন্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়বজালা

এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার গঙ্গাসাগর, ঘাগুটিয়া, চন্ডীদ্বার, মঈনপুর, মাদলা ও খাদলা সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে

এ সব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় চার কোটি ১০ লাখ টাকা।

এ সব পণ্যের মধ্যে মাদক, মোবাইল ফোনের ডিসপ্লে, মাছের রেণু, তেল, পাউডারসহ অন্তত ৪০ ধরনের পণ্য রয়েছে।

অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার বাঘশিমুল গ্রামের বাসিন্দা মো. কবির হোসেনকে (৪০) চোরা কারবারিতে যুক্ত থাকার অভিযোগে আটক করেছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ অব্যাহত রাখা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে