ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের পুষ্টি মান উন্নয়ন, শিশুর মা ও শিশুর যত্নকারীদের নিয়ে পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের ভিটিবাড়িতে ৬০ জন মা ও শিশুর পরিচর্যা কারীদের নিয়ে মুক্তাগাছা সাউথ এপি এ পুষ্টি মেলার আয়োজন করেন।
এতে উপস্থিত ছিলেন জামালপুর এসিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ডা:জয়ন্ত কুমার নাথ, প্রোগ্রাম অফিসার সান্ত্বনা রানী ঘোষ, গরবাজাইল ও ভিটবাড়ি কমিউনিটি ক্লিনিকের হেলথ এসিস্ট্যান্ট বৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, এবং এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।
পুষ্টি মেলায় বিভিন্ন খাবারের গুণগত মান সম্পর্কে এবং তাদের দৈহিক প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।