বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ফকিরহাটের হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম শুরু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১৮:৩৩
ফকিরহাটের হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম শুরু
বাগেরহাটের ফকিরহাটে হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা: ছবি সংগৃহীত শুরু

বাগেরহাটের ফকিরহাট উপজেলা হিসাবরক্ষণ অফিসের উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সেবা চালু করা হয়।

1

সোমবার (১২ মে) বিশেষ সেবা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন, অডিটর এমডি আনিচুর রহমান, জুনিয়র অডিটর বিপ্লব কুমার মন্ডল, কম্পিউটার মুদ্রাক্ষরিক সুবীর শিকদারসহ অন্যরা।

এ কার্যক্রম ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত চলবে বলে জানান উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন।

তিনি বলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে যেসব সেবা দেওয়া হয় তার মধ্যে পেনশনারদের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন এপিপি সম্পর্কে অবহিতকরণ, ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেক্স, কলসেন্টার ও

ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান, পুন:স্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে

প্রাপ্যতা ও করণীয় বিয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান ও প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেষ বিধি-বিধানের অলোকে

পরামর্শ প্রদান, পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্ব, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান,

ডিডিওগন কর্তৃক জিপিএফ হিসাব খেলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তনবিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, সরকারি কমৃচারীগন কর্তৃক জিপিএফ অফিস গ্রহন, চুড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, অনলাইনে টিএ এবং

ডিএ দাখিল প্রক্রিয়া অবহিতকরণ , সরকারি কর্মচারীগন কর্তৃক বেন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি সংক্রান্ত সেবা আইবাস সংক্রান্ত সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, ফকিরহাট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন যোগদানের পর থেকে সততার সঙ্গে মানুষের সেবা প্রদান করে যাচ্ছেন।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে