বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে আইনশৃঙ্খলা চরমভাবে ভেঙে পড়েছে, ইউনূস সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে পড়ছে তাই দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে দেশ তুলে দিলে দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে। মোহনগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় বিশাল জনসভায় বক্তব্যে লুৎফুজ্জামান বাবর।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা - সার্বভৌমত্ব আমাদের সবচেয়ে বড় সম্পদ।আমরা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবোনা।আমাদের লড়াই দেশের স্বাধীনতা ও সার্বভৌত্ব রক্ষার লড়াই। যারা বিদেশি শক্তির দালালি কর দেশের স্বার্থ বিকিয়ে দেয় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ।কোনো বিদেশি গোষ্ঠী নয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার মোহনগঞ্জে স্টেশন মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেত্রকোনা ৪ সংসদীয় আসনে তাঁর নির্বাচনী এলাকায় দীর্ঘ ১৭ বছর পরে জনতার সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন। তিনি বলেন, আমিও আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লূত। দীর্ঘ ১৭ বছর কারাগারে কাটিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালবাসা, দোয়া এবং সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি যুগিয়েছে।আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।আওয়ামী লীগ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দন্ড ও অযতা নির্যাতন করে দামিয়ে দিতে চেয়েছিল।তবুও আমি আপোস কিংবা মাথা নত করিনি।আমি সত্যের পথে ছিলাম আছি, থাকবো।
ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে সাজা দেয়। আমার পরিবারকে নিপীড়ন, ভয়-ভীতি ও নানাভাবে হয়রানি করে।
শুধু আমি নই, আমার দলের নেতাকর্মীরাও এই স্বৈরাচারী সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছে। বি এন পির হাজার হাজার নেতা কর্মীকে গুম ও খুন করা হয়েছে। জেল জুলুম নির্যাতন করা হয়েছে। তবুও আদর্শ থেকে সরাতে পারেনি। পতিত সরকারের অত্যাচার নিপীড়নেও মাথা নত করিনি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সত্য কথা বলবো।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করতে পারি।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন এবং যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান ও পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, ময়মনসিংহ ৮ আসনের সাবেক এমপি শাহীন সারোয়ার, জেলা বি এন পির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালি, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম প্রমুখ।
জনসভায় জেলা, মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যুবদল,ছাত্র দল,সেচ্ছাসেবকদল,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহণে ও হাজার হাজার সাধারণ নেতা কর্মী ও সাধারণ মানুষের ঢলে স্টেশন মাঠ পরিপূর্ণ হয়।