রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

১৫ বছর পর ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক কাল

যাযাদি ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৫, ০৯:০৪
১৫ বছর পর ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক কাল
ফাইল ছবি

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তান কাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দফতর পরামর্শ (এফওসি) বৈঠক করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার (১৫ এপ্রিল) জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আজ বুধবার ঢাকায় আসবেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

কর্মকর্তা বলেন, ‘উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনার সময় পারস্পরিক স্বার্থের সকল বিষয়ই আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে।’

কর্মকর্তা বলেন, ‘এত দীর্ঘ বিরতির পর, আগে থেকে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া কঠিন, তবে ব্যাপকভিত্তিক আলোচনা হবে।’

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান এই বৈঠকে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন। তিনি সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, ইসলামাবাদ ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী।

তিনি বলেন, ‘পাকিস্তান বিশেষ করে তাদের পণ্যের দাম প্রতিযোগিতামূলক বিবেচনায় বাংলাদেশে রফতানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে। তুলাকে প্রধান পণ্য হিসেবে উল্লেখ করে পাকিস্তান তুলা সরবরাহ করতে আগ্রহী।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শেষ এফওসি ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল। সূত্র: বাসস

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে