নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে পড়ুয়া নিখোঁজ এক ছাত্রীকে দুদিন পর রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম।
তিনি বলেন, ‘নিখোঁজ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোথায় ছিলেন, কী হয়েছিল, কীভাবে নিখোঁজ হলেন—এসব জানার পর বিস্তারিত বলা যাবে।’
এর আগে গত ২৮ এপ্রিল (সোমবার) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরীক্ষা শেষে নিখোঁজ হন ওই ছাত্রী।
নিখোঁজের পর বুধবার (৩০ এপ্রিল) তার বাবা মো. আব্দুল কুদ্দুস ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২৬৭৫) করেন।
পুলিশ জানায়, ওই ছাত্রী উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াত করেন। নিখোঁজ হওয়ার দিন তিনি সেমিস্টার ফাইনালের শেষ পরীক্ষা দিয়েছিলেন। ক্যাম্পাস ছাড়ার পর সিসিটিভি ফুটেজে তাকে বসুন্ধরা ঘাটপাড় এলাকায় দেখা যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
তদন্তের অংশ হিসেবে পুলিশ সিডিআর বিশ্লেষণ ও বান্ধবীদের সঙ্গে যোগাযোগসহ সব দিক খতিয়ে দেখে। ভাটারা থানার এসআই মো. আরিফ বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি এবং অবশেষে তাকে উদ্ধার করতে পেরেছি।’
ছাত্রীর বাবা বলেন, ‘আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত। এখন কিছু বলার মতো অবস্থায় নেই।’