রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

পদবঞ্চিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যাযাদি রিপোর্ট
  ২৪ মে ২০২৫, ১৯:২৬
পদবঞ্চিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল

কমিটিতে মূল্যায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার বিকেলে ফকিরাপুল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে নাইটিংগেল মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

1

এসময়ে পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, গ্রুপিং রাজনীতির শিকার হয়েছেন তারা। কমিটিতে মেধা, ত্যাগ আর যোগ্যতার মূল্যায়ন হয়নি। মাই ম্যান কমিটি হয়েছে। এতে অনেক ত্যাগীরা বঞ্চিত হয়েছেন। এতে দলের ক্ষতি হয়েছে যেমন তেমনি আগামীতে ত্যাগী আর যোগ্যরা নিষ্ক্রিয় হয়ে পড়বে বলেও তারা জানান।

মিছিলে উপস্হিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মামুন, আসিফুর রহমান বিপ্লব, জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান।

সাবেক সদস‍্য ইমরান খান ইমন, গোলাম কিবরিয়া শাহীন, সাজ্জাদ হোসেন রতন, সালাহউদ্দিন শামীম, সাইফুল ইসলাম, আরমান হোসেন, এম এ কালাম সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ ।

সাবেক যুগ্ন আহবায়ক আসিফুর রহমান বিপ্লব বলেন, আমরা আন্দোলনের অগ্রভাগের সৈনিক। কিন্তু ব‍্যাক্তিগত কারনে ২/৩ জন নেতা বাদ দিয়েছে, আমাদের পরিচয় হচ্ছে আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তারেক রহমানের ভ‍্যানগার্ড। এই পরিচয়ে আমরা গর্বিত, আমাদের কোন পদ লাগবে না। দেশ ও দলের ক্রান্তি লগ্নে কাজ করতে পারি এটাই আমাদের কামনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে