‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিকেলে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি বয়ড়া বাজার, বয়ড়া কুলঘাট, ব্রিজ পাড়, চর গাছবয়ড়া হয়ে বয়ড়া বাজার রূপালী ব্যাংকের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সিনিয়র সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,
যুবদল নেতা রাসেল মিয়া, সোহেল রানা, তানভীরুল ইসলাম টপি মন্ডল। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।