উপজেলার বড় মহেশখালীতে এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় রোজিনা আক্তার(৪৫)নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার (১৭মার্চ)সকাল ১১ টায় বড় ডেইল রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত নারী হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মোহাম্মদ ছৈয়দের স্ত্রী এবং ৩ সন্তানের জননী। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মহেশখালী সদর হাসপাতালে নিয়ে আসেছে ৷ এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এস