শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সখীপুরে মাটি ভর্তি অবৈধ ট্রাফি ট্রাক চাপায় গৃহবধূর মৃত্য

সখীপুর (টাংগাইল) প্রতিনিধি
  ০১ মে ২০২৩, ১৯:৪৭

টাঙ্গাইলের সখীপুরে মাটি ভর্তি অবৈধ ট্রাফি ট্রাক্টরের চাপায় নাসরিন আক্তার (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কাকাড়াজান ইউনিয়নের জিতাশ্বরী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ নাসরিন ওই গ্রামের জামাল বাদশার স্ত্রী।

জানা যায়, উপজেলার মহানন্দপুর গ্রামের মনির হোসেন এবং জিতাশ্বরী গ্রামের ফারুক নিষিদ্ধ ট্রাফি ট্রাক্টর দিয়ে মাটির ব্যবসা করে আসছিলেন। সোমবার সকালে ওই গ্রামের জামাল বাদশার বাড়িতে অবৈধ ট্রাফি ট্রাক্টর দিয়ে মাটি ফেলে। এক পর্যায়ে মাটি বোঝাই ট্রাক্টরটি গৃহবধূ নাসরিন আক্তারকে চাপা দেয়। এ সময় তাঁর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নিহত গৃহবধূর ছেলে হৃদয় মিয়া জানান, মা আমাদের তিন ভাই বোনকে এতিম করে চলে গেলেন। আমরা এখন মা হারা হয়ে গেলাম। আমার মাকে ওই গাড়ির চালক হত্যা করেছে । আমি ওদের বিচার চাই।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে