রোববার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ৫নং বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের নোয়াবাড়ি পাড়ায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
আনোয়ার মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। মেয়েটি চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযানে বিয়ের আয়োজন করা খাবার জব্দ করে তা স্থানীয় এতিমদের মাঝে বিতরণ করা হয়।
এসময় মেয়ের পরিবারের বিরুদ্ধে বাল্যবিবাহের উদ্যোগ নেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মেয়েটির স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয়ের এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।