সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি
  ০৯ জুন ২০২৩, ১৬:৪৪
আপডেট  : ০৯ জুন ২০২৩, ১৮:০৩
জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালকসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।

শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউসুফ আলীর ছেলে মো: সোলাইমান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮) এবং সোবহান আলীর ছেলে অটোচালক জয়নাল(৪২) ও সাহেদ আলী। নিহতদের সবার বাড়িই জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহনেওয়াজ জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক রং সাইডে গিয়ে বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিক্সায় থাকা চালকসহ যাত্রীদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো: সোলাইমান এবং আব্দুল মজিদকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ জামালপুর সদর থানায় রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোরিকশা ঘটনাস্থলেই পড়ে আছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে