বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৩

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় খাদে পড়ে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে মারা যান পল্লী পশু চিকিৎসক সোহরাব হোসেন (৫১)।

শুক্রবার দুপুর ২টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে সদর উপজেলার ২৯ মাইল নতুন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব নতুন পাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে। বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ২ টার দিকে জুম্মার নামাজের সময় সোহরাব মটর সাইকেল যোগে বাড়ি নতুনপাড়া থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে একটা বেপরোয়া ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশ্ববর্তী গভীর খাদে ছিটকে পড়েন। এতে মাথা পা ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে নিহত হন। পড়ে স্থানীয়দের সহায়তায় বোদা হাইওয়ে থানার পুলিশ এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান ,ঘাতক ট্রাকটি দ্রুত এসে বড় খোচাবাড়ি সোনালী ফিলিং পাম্পে রেখে এর ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে