পাবনার ঈশ্বরদীতে ইঞ্জিন চালিত অবৈধ করিমন এবং মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭ টার দিকে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের কান্দিপাড়ায় (বাঁশহাটা) এ ঘটনা ঘটে।
নিহত ঔষধ ব্যবসায়ী আব্দুর রহিম (৪২) উপজেলার জয়নগর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
প্রতক্ষ্যদর্শী এবং পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে দাশুড়িয়া থেকে ঈশ্বরদী রওনা হন রহিম। এসময় অপরদিক থেকে তীব্র গতিতে ধেয়ে আসা গরু বহনকারী অবৈধ করিমন তার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল চালক রহিমকে ধাক্কা দিলে রহিম ছিটকে রাস্তার পাশে পরে যায়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে যাত্রাপথে রাস্তাতেই রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনচার্জ অপু মন্ডল বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছি।
পাকশী ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে ঘাতক গাড়িটি পালিয়ে গেছে।
যাযাদি/ এস