শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চিরিরবন্দরে  চলন্ত  ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেলপারের মৃত্যু   

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৪, ১৩:৫৮
চিরিরবন্দরে  চলন্ত  ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেলপারের মৃত্যু   
ছবি-যায়যায়দিন

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে মিলন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক চিরিরবন্দর উপজেলার মথুরাপুর গ্রামের বাবুল হোসেনের পুত্র।মঙ্গলবার ( ১২ মার্চ ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বেকিপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খালি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে চিরিরবন্দর যাওয়ার পথে বেকিপুল বাজারে চালকের পাশে বসে থাকা হেলপার মিলন ছিটকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাক্টর থেকে চলন্ত অবস্থায় হেলপার মিলন পড়ে যায়। এ সময় ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে