চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা এলাকায় বাস চাপায় মো. জিসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান পার্বত্য উপজেলা আলিকদমের আবাসিক এলাকার ছৈয়দ হোসেনের ছেলে।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মোটরসাইকেল আরোহী জিসান বান্দরবানে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় কক্সবাজারগামী একটি বাস মোটরসাইকেল আরোহী জিসানকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
যাযাদি/ এমএস