বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

কালিহাতীতে বাস চাপায় নিহত ২

কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩১
কালিহাতীতে বাস চাপায় নিহত ২
প্রতীকি ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রীজের উপরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত‌রা হলেন- কালিহাতী উপজেলার কুরশাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম (৩৫) এবং ভ্যানের যাত্রী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিঞার ছেলে আব্দুর রাজ্জাক আকন্দ (৫৪) ।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুল ইসলাম জানান, ব্যাটারীচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় ১৮ নম্বর ব্রীজের উপর পৌঁছালে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস পেছন থেকে অটো ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারি পা‌লিয়ে যায়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে