বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৫, ১৬:০৮
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
প্রতীকি ছবি

গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় হাফেজ মো: জুনাইদ নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত দশটার দিকে খলসি বটতলা নামক স্থানে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাফেজ মো: জুনাইদ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর নূরানী মাদ্রাসার শিক্ষক ও একই ইউনিয়নের কোগারিয়া গ্রামের মো: রিপু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে