সিলেট থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নবীগঞ্জে নারীসহ প্রাণ গেল দু'জনের। নিহতদের একজন নারী যাত্রী ও অপরজন মাইক্রোবাসচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী আনোয়ারা বেগমের বাড়ি পাবনা জেলায়। অপর নিহত নাঈম আহমদ জয় (২৭), সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা এবং মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
জানা গেছে, আনোয়ারা বেগম পরিবার নিয়ে সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওয়ানা দেন। ভোরে তারা মাইক্রোবাসযোগে সিলেট ঢাকা যাওয়ার পথে নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম নিহত হন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং বাকিরা আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।