শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
walton

শেয়ার কিনবেন ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক

যাযাদি ডেস্ক
  ০৭ জুন ২০২৩, ১৪:৪৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের মনোনীত পরিচালক আসিফ সালেহ ব্যাংকটির ৩০ হাজার ৮০০ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল অথবা ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে উল্লিখিত শেয়ার কিনবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ১২১ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭। এর মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ২৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৪০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার রয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে