রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ কুপন রেট ঘোষণা

যাযাদি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৮
পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ কুপন রেট ঘোষণা
পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ কুপন রেট ঘোষণা

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড বার্ষিক ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। ২৩ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য এ কুপন রেট প্রযোজ্য হবে। গতকাল বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করা হয়েছিল। গত বছরের ২৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।

সর্বশেষ রেটিং অনুসারে, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। বন্ডটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের প্রতি ইউনিটের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪ হাজার ৭০০ টাকা। গত এক বছরে বন্ডটির ইউনিট ৪ হাজার ৭০০ থেকে ৪ হাজার ৯৫০ টাকায় লেনদেন হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে