শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন

যাযাদি ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৭
ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন
ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে মোট ৫৪ কোম্পানির ৩৭ লাখ ৬৪ হাজার ৫৩৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ২৮ কোটি ২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে গতকাল টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। লেনদেনের ক্ষেত্রে এর পরের অবস্থানেই রয়েছে এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ৩ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। চতুর্থ অবস্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটি ২ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। পঞ্চম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটি ১ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানির মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৫ লাখ ৬২ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ৮২ লাখ ৬৯ হাজার, দেশবন্ধু পলিমারের ৭৬ লাখ ৩৪ হাজার, গ্রামীণফোনের ৭৪ লাখ ৫৬ হাজর ও ব্র্যাক ব্যাংকের ৭৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল মোট ৩২৫টি কোম্পানির ১২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৬৬০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৯১ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৫৬৭ টাকা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে