খেলার জন্য বর্তমান শেয়ারবাজারের মাঠ পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আলী আকবর।
আশুলিয়ার ব্র্যাক সিডিএম-এ শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী আবাসিক কর্মশালার উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। এতে বিএসইসি কমিশনার ফারজানা লালারূখ, বিএসইসির কর্মকর্তারা, সিএমজেএফ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলী আকবর বলেন, শেয়ারবাজারে আস্থার সংকট নিয়ে কথা হচ্ছে। আমি নিজেও জানি না আস্থা কখন কীভাবে, কার ওপর হয় এবং তা কতক্ষণ থাকে। তবে আমি বুকে হাত রেখে বলতে পারব এই বাজারে আমার কোনো নেতিবাচক ভূমিকা নেই। এই কমিশন ব্যক্তিগত স্বার্থে কাজ করে না।
তিনি বলেন, আপনারা কি ফাউল খেলতে পারবেন এমন মাঠে আস্থা পাচ্ছেন না? নাকি শৃঙ্খলভাবে খেলার মাঠে আস্থা পাচ্ছেন না? যেখানে প্লেয়িং ফিল্ডে সুন্দরভাবে খেলা যায়। আমি বুঝতে পারছি না বিনিয়োগকারীরা কোন ধরনের মার্কেটের জন্য আস্থার সংকট দেখছে।