চ্যাম্পিয়নস লিগে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর নেইমার বলেন, ‘আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি চাই, তা হলো মেসির সঙ্গে আরও একবার খেলা। তার সঙ্গে মাঠের সময়টা উপভোগ করি। তার সঙ্গে খেলতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
যদিও নেইমার বলেননি কোন দলে মেসির সঙ্গে একইসাথে খেলতে চান। তবে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে আরও একবার মাঠ মাতানোর ব্যাপারটি লুকিয়ে রাখতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি এই তারকা ফরোয়ার্ড।
তিনি আরও বলেন, ‘সে আমার জায়গায় খেলতে পারে। তার কোনো সমস্যা নেই, আমি নিশ্চিত। আমি তার সঙ্গে আবারও খেলতে চাই এবং আমি এটা নিশ্চিত যে, পরের মৌসুমেই। আমাদের এটা করতে হবে।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd