অজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ইতিহাস লিখল কোহলিবিহীন ভারত। গত ১৯ জানুয়ারি চতুর্থ ইনিংসে ৩২৮ রানের লক্ষ্য অতিক্রম করে ব্রিসবেন টেস্ট জিতে নেয় ভারত।
অথচ চোট-আঘাতে জর্জরিত ভারত দলে ছিলেন না সামি, বুমরার মতো পেসার। অশ্বিনের ঘূর্ণিজাদুও ছিল না সে টেস্টে। অভিষিক্ত নটরাজন-সুন্দরসহ অনভিজ্ঞ পেসার সিরাজ আর শারদুল নিয়েই এ জয় ছিনিয়ে আনেন রাহানে।
ভারত দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সাবেক তারকারাও। যে কারণে ব্রিসবেন টেস্টজয়ীদের প্রশংসা করতে কার্পণ্য দেখাননি দুই সাবেক পাক অধিনায়ক ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি।
গত মঙ্গলবার এক টুইটে পাক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে অবিশ্বাস্যভাবে টেস্ট এবং সিরিজ জিতল ভারত। অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরে এর আগে এত সাহসী, নির্ভীক এবং প্রাণচঞ্চল দল দেখিনি। কোনো বাধাই থামাতে পারল না এশিয়ার এই দলকে। দলের প্রধান ক্রিকেটারদের চোট। ৩৬ রানে অল আউট হয়ে গিয়েও দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ওরা। বাকিদের জন্য অনুপ্রেরণাদায়ক। অনেক শুভেচ্ছা ভারত’। সূত্র: হিন্দুস্তান টাইমস
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd