ফরাসি লিগ ওয়ানে সোমবার রাতে মোনাকোর বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ২-০ গোলের ব্যবধানে হেরেছে পিএসজি। ম্যাচের ৬ মিনিটের সময় সোফিয়ানে দিউপ গোল করে মোনাকোকে প্রথমে এগিয়ে নেন। এরপর ৫১ মিনিটের সময় মারিপান দ্বিতীয় গোল করেন।
মোনাকোর বিপক্ষে গত নভেম্বরে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছিল এমবাপ্পেরা। সবাই ভেবেছিল পিএসজি হয়তো এবার প্রতিশোধ নেবে। কিন্তু তারা এবারো হারল।
আর পিএসজিকে একই মৌসুমে দুইটি ম্যাচে হারানোর মাধ্যমে ২০১১-১২ মৌসুমের পর লিগ ওয়ানের ইতিহাসে প্রথম দল হিসেবে পিএসজিকে একটি মৌসুমে দুইবার হারানোর স্বাদ দিয়েছে মোনাকো।
এদিকে এই ম্যাচটিতে হারার মাধ্যমে পিএসজি দ্বিতীয়স্থানে উঠার সুযোগ হারিয়েছে। এখন ২৬ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট তাদের। পিএসজির সমান ২৬ ম্যাচ খেলে ৫৮ ও ৫৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়স্থানে আছে লিল্লে ও লিঁও।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd