বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি আফগানিস্তান-স্কটল্যান্ড

যাযাদি ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২১, ১০:১২
বিশ্বকাপের মঞ্চে আজ  মুখোমুখি আফগানিস্তান-স্কটল্যান্ড
বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি আফগানিস্তান-স্কটল্যান্ড

টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আফগানিস্তান এখন সংযুক্ত আরব আমিরাতে। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানদের বিশ্বকাপ মিশন শুরু হবে আজ। শারজাহতে আফগানদের প্রতিপক্ষ প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে নামা স্কটল্যান্ড। দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

সুপার টুয়েলভে প্রোটিয়াস ও ক্যারিবীয়রা দ্বিতীয় ম্যাচ খেলবে আজ। প্রথম ম্যাচে দুই দলই হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেটে হেরেছিল ইংল্যান্ডের কাছে। আদিল রশিদের লেগ স্পিন ও মঈন আলির অফ স্পিনে ৫৫ রানের গুটিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্বকাপে যা তৃতীয় সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। প্রথমে ব্যাট করে প্রোটিয়াসদের সংগ্রহ ছিল ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান। সেটা অস্ট্রেলিয়া ৫ উইকেটে টপকে ছিল শেষ ওভারে। আফগানিস্তান এবার বিশ্বকাপ খেলতে আসার আগে জানিয়েছিল তাদের টার্গেট চ্যাম্পিয়নশিপ।

প্রতিপক্ষ স্কটিশরা প্রথম পর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার টুয়েলভে খেলতে আসে। প্রথম পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলে স্কটিশরা ৬ রানে হারিয়েছিল বাংলাদেশকে। মাহমুদুল্লাহদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে স্কটিশরা মুখোমুখি হবে রশিদ খানের লেগ স্পিন, মুজিবের রহস্যময় বোলিংয়ের বিপক্ষে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে