চোটের কারণে নেইমার নেই। তাকে ছাড়াই আগামীকাল সকালে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে কোচ তিতে নেইমারকে নিয়ে ভাবনায় নেই। তার বিশ্বাস, নেইমারের অভাবটা বুঝতেই পারবে না তার দল, কারণ একজন কৌতিনিও আছেন তার দলে।
গেল নভেম্বরে গোড়ালির চোট ছিটকে দিয়েছিল নেইমারকে। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি। ফলে আগামীকাল সকালে ইকুয়েডর ম্যাচ তো বটেই, ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না ব্রাজিল।
তবে কোচ তিতে নেইমারের অনুপস্থিতিতে ভরসা রাখছেন কৌতিনিওর ওপর। বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় পাড়ি জমানো এই মিডফিল্ডারই নেইমারের অভাব পূরণ করতে পারবেন বলে বিশ্বাস তিতের।
বললেন, ‘দর্শকরা সবসময়ই নেইমারকে চায়। তবে বিভিন্ন সময়ে আপনার চাহিদামতো বিষয়গুলো ঘটে না। আমরা দুঃখিত যে নেইমার এখানে নেই। তবে আমাদের হাতে অন্য বিকল্পও আছে। আমি কৌতিনিওর কথা বলছি। সে এমন একজন খেলোয়াড়, যে এই ভূমিকায় খেলতে পারে। তার প্রতিভার ওপর আমার বিশ্বাস আছে।’
২৯ বছর বয়সী কৌতিনিও ২০২০ এর অক্টোবর থেকে ব্রাজিল দলে ব্রাত্য হয়ে ছিলেন। তবে ইকুয়েডরের বিপক্ষে তিনি ফিরবেন দলে, নিশ্চিত করেছেন কোচ তিতে। তিনি অবশ্য নেইমারের জায়গায় খেলবেন না, খেলবেন মাঝমাঠে লুকাস পাকেতার জায়গায়। নিষেধাজ্ঞার কারণে পাকেতা খেলতে পারছেন না ইকুয়েডর ম্যাচে।
তাহলে আক্রমণে খেলবেন কারা? তিতে দিয়েছেন সে প্রশ্নের উত্তরও। জানিয়েছেন প্রথাগত ৪-৩-৩ ছক ভাঙবে না তার দল। বলেছেন, ‘আমরা আক্রমণভাগে তিন খেলোয়াড়ই রাখব। ভিনিসিয়াস, রাফিনিয়া, কুনিয়া। আমরা ধারাবাহিকতা দেখতে চাই।’
দল বিশ্বকাপে উতরে গেলেও কোচ তিতে পারফর্ম্যান্সের সুতোয় ঢিল দিতে চান না একটুও। বললেন, ‘আমি ভেবেছিলাম বিশ্বকাপ নিশ্চিতের পর ম্যাচের আগের অনুভূতিগুলো একটু হালকা হয়ে যাবে। কিন্তু এখন দেখছি আমাদের অনুভূতিগুলো, ম্যাচের আগের চাপটা একই আছে। আমরা খেলোয়াড়দেরকে তাদের সেরাটা ঢেলে দেওয়ার সুযোগ দিতে চাই, ম্যাচের জন্য কৌশলগতভাবে প্রস্তুত করে তুলতে চাই। আসছে ম্যাচগুলোয় আমরা কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখতে চাই। আমি নিজে বলতে পারি, সেই একই চাপ অনুভব করছি আমি।’
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd