বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বেশ ধুমধাম করেই প্রেমিকা জর্জিয়ানা রদ্রিগুয়েজের জন্মদিন পালন করেছেন পর্তুগিজ এ ফুটবলার। বর্তমানে সপরিবারে দুবাইয়ে আছেন তিনি। সেখানেই জর্জিয়ানার জন্মদিন পালন করেছেন। দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকায় জর্জিয়ানাকে চমকে দিতে লেজার শোয়ের ব্যবস্থা করেছেন রোনালদো। আর তাতে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়েছেন জর্জিয়ানা। সম্প্রতি জর্জিয়ানাকে নিয়ে ‘আই এম জর্জিয়ানা’ নামে শো এনেছে নেটফ্লিক্স। সেখানে ব্যবহৃত নানা দৃশ্যও দেখানো হয়েছে লেজার শোতে।
মিরর জানিয়েছে, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রোনালদো ও জর্জিয়ানা। চার সন্তানের বাবা রোনালদো জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। এ বিষয়ে তিনি ১০০০ ভাগ নিশ্চিত। জর্জিয়ানাও জানিয়েছেন, রোনালদো বিয়ের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গেই সম্মতি দেবেন তিনি।সূত্র : মিরর ও ডেইলি মেইল
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd