জুভেন্টাস, বার্সেলোনা নাকি বেনফিকা। তিনটি ক্লাব মরিয়া হয়ে চাইছে আনহেল দি মারিয়াকে। এ নিয়ে বেশ দ্বিধার আছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে বেছে নিয়েছেন তিনি। এমন সংবাদই প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদ মাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত, লা স্তাম্পা সহ আরও বেশ কিছু সংবাদমাধ্যম।
চলতি মৌসুমেই পিএসজিতে সাত বছরের অধ্যায় শেষ করেন দি মারিয়া। জুনের শেষেই হচ্ছেন ফ্রি এজেন্ট। ইচ্ছে নিজের মাতৃভূমি রোজারিওতে গিয়ে অবসর নেওয়ার। তবে এর আগে শীর্ষ পর্যায়ে আরও কিছু দিন খেলতে তুরিনের ক্লাবকে বেছে নিতে যাচ্ছেন এ আর্জেন্টাইন তারকা।
পিএসজি অধ্যায় শেষ হওয়ার ঘোষণা আসতেই দি মারিয়ার প্রতি আগ্রহ দেখায় জুভেন্টাস। এমনকি চুক্তি নিয়ে সব আলোচনাও এগিয়ে রেখেছিল তারা। কিন্তু হঠাৎ করেই বাঁধ সাধে বার্সেলোনা। এ তারকাকে পেতে চায় তারাও। চুক্তির প্রস্তাবও দেয় দলটি। এরপর মঞ্চে আসে বেনফিকা।
এদিকে আবার স্পেনে যাওয়ার প্রতি আগ্রহী দি মারিয়ার স্ত্রী-সন্তানরা। তবে বার্সেলোনার চেয়ে জুভেন্টাসের প্রস্তাবটা আকর্ষণীয়। তুরিনের ক্লাবটি তাকে বার্ষিক ৭ মিলিয়ন ইউরো বেতন দিতে আগ্রহী। বার্সেলোনার প্রস্তাব তার চেয়ে ঢের কম।
আপাতত এক বছরের প্রস্তাব দেওয়া হয়েছে দি মারিয়াকে। ২০২২ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনায় ফিরে যেতে চান তিনি। গত মৌসুমে পিএসজির হয়ে ৩১টি ম্যাচ খেলে পাঁচটি গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্ট করেছেন এ আর্জেন্টাইন।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd