শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজে হারেও ইতিবাচক অনেক কিছু নেওয়ার দেখছেন সাকিব

যাযাদি ডেস্ক
  ২৮ জুন ২০২২, ১১:৫৫

দুই টেস্টের কোনটিতেই মূলত লড়াই হয়নি শুরু থেকেই ব্যাকফুটে থাকা বাংলাদেশকে প্রতিপক্ষের পিছু ছুটে অনেকটা হারের অপেক্ষাই করতে হয়েছে দুদিনের বৃষ্টি বাধার পরও সেন্ট লুসিয়ায় চারদিনে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ হোয়াইটওয়াশড হওয়ার পাশাপাশি টেস্টে ১০০ হারের দেখাও পেয়েছে দল তবে অধিনায়ক সাকিব আল হাসান এই বিপর্যয়ের মাঝেও খুঁজছেন আলোর রেখা

সোমবার অনেকটা আনুষ্ঠানিকতা সারার মিশনে বৃষ্টিতে দুই সেশন ভেস্তে গিয়ে বাড়ে অপেক্ষা তবে খেলা শুরুর পর সময় আর লাগেনি ১৮৬ রানে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কেবল ১৩ রানের লক্ষ্য দেওয়া গিয়েছিল ক্যারিয়ান ওপেনারর তা ঝটপট তুলে নেন

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী আয়োজনে কথা বলতে এসে বাংলাদেশ অধিনায়ক জানান, এই হার থেকেও নেওয়ার আছে অনেক কিছু, 'আমরা জানতাম এটা কঠিন সিরিজ হতে যাচ্ছে আমরা সেরাটা দিয়ে চেষ্টা করেছি আমার মনে হয় ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে এখান থেকে, যেটা আমাদেরকে টেস্ট জেতাতে সাহায্য করবে'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তলানিতে থাকা বাংলাদেশের এই চক্রে সিরিজ আছে আর একটি সেই সিরিজ হবে ভারতের বিপক্ষে আগামী নভেম্বর-ডিসেম্বরে সাকিব জানালেন ভারতের বিপক্ষে নামার আগে ধার বাড়াবেন তারা, 'আরও পাঁচ মাস পর ঘরে খেলব সেখানে সব দিক নিয়ে নজর দিয়ে উন্নতির সুযোগ পাব, আশা করছি তখন পারফরম্যান্স ভাল হবে'

'আমাদের কাছে সব সময়ই টেস্ট সংস্করণটা কঠিন আমরা এই টেস্টের পরে ঘরের মাঠে লম্বা সময় পর খেলব সেখানে আমরা ভুল ত্রুটি শোধরে ফিরতে চাই আমি ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন নই আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে সেরকম হতে পারলে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হতে পারব আমি বিশ্বাস করি সব বড় দলের বিপক্ষে আমাদের লড়াই করার সামর্থ্য আছে'

এই সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে পেস বোলারদের কিছুটা ঝলক দুই টেস্টেই দারুণ বল করে খালেদ আহমেদ কাড়েন আলো প্রথমবারের মতো টেস্টে তিনি ইনিংসে পেয়েছেন উইকেটের দেখা সব মিলিয়ে দুই টেস্টে নিয়েছেন ১০ উইকেট পেস বোলারদের উন্নতিকে আলাদা করে চিহ্নিত করলেন বাংলাদেশ কাপ্তান, 'পেস বোলিং গত - বছরে আমাদের সবচেয়ে উন্নতির একটা দিক আমরা দারুণ কিছু পেসার পেয়েছি যাদের কাজের একাগ্রতা অনেক খালেদ উইকেট নিয়েছে, ইবাদত সম্প্রতি উইকেট নিয়েছে এর আগে কবে পেসাররা উইকেট নিয়েছিল আমি মনে করতে পারি না যেটা বললাম ইতিবাচক কিছু দিক আছে তবে আমাদের দল হিসেবে খেলতে হবে

'আমার মনে হয় সাদা বলে আমরা অনেক ভাল বিশেষ করে ওয়ানডেতে আমরা বেশ ভারসাম্যপূর্ণ টি-টোয়েন্টিতেও খুব পিছিয়ে নেই বাকি দুই সিরিজ নিয়ে আমি খুবই আশাবাদী'

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে