আফগানিস্তানের বিপক্ষে বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলংকা। সিরিজের মাঝে একইদিনে বিয়ে করলেন শ্রীলংকার তিনজন ক্রিকেটার। তারা হলেন কাসুন রাজিথা, চারিথ আসালংকা ও পাথুম নিশাঙ্কা। তিনজনই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে রয়েছেন।
একই দিনে তিন ক্রিকেটারের বিয়ের ঘটনায় তাদেরকে অভিনন্দন জানিয়েছে শ্রীলংকার ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিন নবদম্পতির ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘চারিথ আসালংকা, পাথুম নিশাঙ্কা ও কাসুন রজিথাকে অভিনন্দন।’
শুক্রবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মূল একাদশে ছিলেন এই তিন ক্রিকেটার। ১০ ওভারে ৫৬ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন রাজিথা। ৮৩ বলে ৮৫ রান করেছিলেন ওপেনার নিশাঙ্কা আর আসালংকার ব্যাট থেকে এসেছিল ১৮ বলে ১০ রান।
আজ (৩০ নভেম্বর) সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা। সেই ম্যাচের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে সদ্য বিয়ে করা এই তিন ক্রিকেটারের।
যাযাদি/ সোহেল