রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বোনের পছন্দের পাত্রীকে বিয়ে বিয়ে করলেন পেসার সাইফুদ্দিন

যাযাদি ডেস্ক
  ০৩ মার্চ ২০২৩, ১২:২৪
আপডেট  : ০৩ মার্চ ২০২৩, ১৪:১১
বোনের পছন্দের পাত্রীকে বিয়ে বিয়ে করলেন পেসার সাইফুদ্দিন
ছবি-যাযাদি

একমাত্র বোনের পছন্দের পাত্রীকে বিয়ে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকার পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।

জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পরিবারের সদস্যদের পছন্দ করা পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সাথে সাইফুদ্দিন গাঁটছড়া বাঁধলেন। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন।

বিয়ে প্রসঙ্গে সাইফুদ্দিন বলেন, আমার পরিবারের মা বোনের পছন্দই আমার পছন্দ। আমার বোন যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করেছি। অতীতের পছন্দ ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে সাইফুদ্দিন বলেন, ‘প্লিজ নো কমেন্টস’।

সাইফ জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাওয়ায় তার মা জহুরা বেগম ও বড় ভাই কফিল উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে