সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

অন্যরকম জামাইষষ্ঠীতে লিটন দাস

যাযাদি ডেস্ক
  ২৬ মে ২০২৩, ০৯:১৪
অন্যরকম জামাইষষ্ঠীতে লিটন দাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। বিয়ে করেছেন কয়েকবছর আগে। তিনি আসন্ন আফগানিস্তান সিরিজে অধিনায়কত্ব করবেন। ঈদুল আজহার আগেই অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট খেলা। এরপর শুরু হবে টি-২০ ও ওয়ান্ডে।

এদিকে এবং অবসর সময় কাটাচ্ছেন তিনি। আর সেই সুযোগে গেছেন শ্বশুর বাড়ি। আর সেখানে অনুষ্ঠিত হলো জামাইষষ্ঠী। লিটন দাসকে জামাই আদরে বরণ করেছেন। এমন দিনে তাঁর জন্য অসংখ্য পদের খাবারের বন্দোবস্ত করা হয়েছিল।

জামাইষষ্ঠীতে লিটন দাসের জন্য ব্যাপক আয়োজন করা হয়। উৎসবের রাঙানো হয় দিনটিকে। উৎসবের এই দিনটির একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যা দেখে অনেকের রসিকতা, একসঙ্গে এতগুলি পদ খেতে পেরেছেন তো লিটন? ভক্তরা মনে করিয়েও দিলেন, সামনে আফগানিস্তানের সঙ্গে টেস্টও আছে।

ডেনিম জিন্স এবং নীল রঙের পঞ্জাবি পরে জামাইষষ্ঠী পালন করেন লিটন। সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্চিতা। তার তোলা ছবিতেই বেশ হাস্যোজ্জ্বল লাগছিল ড্যাশিং ওপেনারকে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে