শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিসিবি ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার তদন্ত করছে

যাযাদি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৩, ১৩:০২
বিসিবি ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার তদন্ত করছে
বিসিবি ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার তদন্ত করছে

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। নয় ম্যাচে সাতটিতেই হার। সেমি-ফাইনাল খেলার আশা নিয়ে গেলেও মাঠের পারফরম্যান্সে একদমই ভরাডুবি। দুয়েকটি ব্যক্তিগত পারফরম্যান্স বাদে দল হিসেবে খেলতে পারেনি বাংলাদেশ। গোটা দলের ব্যর্থতা স্বীকার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে মাঠে নেমেছে বিসিবি। এজন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির প্রধান করা হয়েছে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজকে। তার সঙ্গে থাকবেন বিসিবির আরো দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। এই কমিটি করার উদ্দেশ্য হলো, বিশ্বকাপে দলের দুর্বল পারফরম্যান্সের কারণগুলো যাচাই করা এবং এটি পরবর্তীতে বোর্ডের কাছে তুলে ধরা।

জানা গেছে, এই কমিটি অধিনায়ক, কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে বসবেন। তাদের কাছে ব্যর্থতার কারণ জানতে চাইবেন। এরপর নিজেদের মূল্যায়ন জমা দেবেন বোর্ডে। যা পরবর্তী বোর্ড সভায় উপস্থাপন করা হবে। বিশ্বকাপে দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। তাদের সবার সঙ্গে কথা বলার পর তিন সদস্যের কমিটি নিজেদের প্রতিবেদন উপস্থাপন করবে বোর্ডে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে