বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

কোপার শেষ ষোলোতে রিয়াল

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯
কোপার শেষ ষোলোতে রিয়াল

কোপা দেল রের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চতুর্থ সারির ক্লাব আরান্দিনা স্বাভাবিকভাবে তাদের কাছে পাত্তা পাওয়ার কথা না।

এমনকি শক্তিতে অনেক পিছিয়ে থাকা আরান্দিনাকে পুরোটা সময় চাপে রাখলেও গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলো রিয়ালকে। বিরতির পর অবশেষে ভাঙল ডেডলক। স্প্যানিশ ফুটবলের চতুর্থ সারির দলকে অনায়াসে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে কার্লো আনচেলত্তির দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে শেষ বত্রিশের ম্যাচে আরান্দিনার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল। হোসেলুর গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। আর শেষ দিকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। পুরো মাঠে আধিপত্য দেখিয়ে খেলেছে রিয়াল। বল দখলেও রেখেছে অধিকাংশ সময়। আরান্দিনা তাদের কাছে কোনো প্রকার হুমকি হয়ে উঠতে পারেনি।

স্বাগতিকরা যে গোলটি করেছে, সেটিও হয়েছে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাচো ফার্নান্দেজের আত্মঘাতী শটে। সহজে জিতলেও ম্যাচটি কঠিন ছিল বললেন হোসেলু, ‘এই ধরনের খেলাগুলো কত কঠিন, আমরা জানি। মাঠ এবং আরও অনেক কিছু, কিন্তু কোনো অজুহাত নয়। আমরা রিয়াল মাদ্রিদ। আমাদের সব জায়গায় জিততে হবে। স্বাভাবিকের চেয়ে বেশি কঠিন ছিল এটা। কিন্তু আমরা এই জয়ে ও পরের পর্বে উঠতে পেরে খুশি।’

টনি ক্রুস, অহেলিয়া চুয়ামেনি ও সদ্য চোট কাটিয়ে ফেরা ভিনিসিউস জুনিয়র স্কোয়াডেই ছিলেন না। রদ্রিগো, জুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচ, দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার দলে থাকলেও তাদেরকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান রিয়াল কোচ। অনিয়মিতদের নিয়ে খেলতে নামলেও শক্তিতে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে সমস্যায় পড়তে হয়নি রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধের লড়াইটা ছিল একপেশে। বিরতির আগে একবারের জন্যও তাদের পোস্টে শট নিতে পারেনি আরান্দিনা।

অবশ্য রিয়ালও প্রথম ৪৫ মিনিটে কাক্সিক্ষত গোল আদায় করে নিতে পারেনি। গোলের উদ্দেশ্যে আটটি শট নিলেও তারা লক্ষ্যে রাখতে পারে কেবল একটি। ম্যাচের দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অবশেষে তারা পায় জালের দেখা। ডি-বক্সে দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হোসেলুর সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

আর দুই গোলে এগিয়ে যাওয়ার খানিক পর একসঙ্গে দুটি পরিবর্তন আনেন আনচেলত্তি। আর্দা গুলের ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে তুলে ফেদে ভালভেরদে ও রদ্রিগোকে নামান কোচ। বাকি সময়েও নিয়ন্ত্রণ ধরে রাখে রেয়াল। যোগ করা সময়ের প্রথম মিনিটে দিয়াসের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। দুই মিনিট পর আরানদিনাও একটি গোলের দেখা পায়। তবে সেটা ছিল আত্মঘাতী; নিজেদের জালে বল জড়ান রিয়াল ডিফেন্ডার নাচো। তাতে অবশ্য রিয়ালকে জয় নিয়ে কোনোরকম ভাবনায় পড়তে হয়নি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে